Posts

ষ্টেমসেল - জীবন এবং জীবন প্রক্রিয়া ।

Image
  ষ্টেমসেল - জীবন এবং জীবন প্রক্রিয়া ।   জীবন্ত স্টেম সেল থেরাপী অনেক ব্যয় বহুল এর্ং নিরাপদ নয়।ব্যয় বহুল হওয়ার কারনে সাধারনে এটা ব্যবহার করা প্রায় এবং নিরাপদ নয় এ কারনে , একজনের দেহের স্টেম সেল অন্য জনের দেহে ১০০ % ম্যাচ করে না। ঝুঁকি এড়ানোর জন্য নিজ দেহের স্টেম সেল ব্যবহার পদ্ধতি নিয়ে কাজ হচ্ছে । এ পদ্ধতিকে বলা হয় " অটোলোগাস " । সংবাদটি হচ্ছে " স্টেম সেল " তো কৃত্রিম ভাবে তৈরি হয় না। একটি জীবন্ত দেহে প্রতিনিয়ত স্টেম সেল তৈরি হয়। দেহের বাইরে সংরক্ষিত " স্টেম সেল " বেশী দিন বাঁচে না এবং ইনএকটিভ থাকে। শুধু মাত্র জীবন্ত দেহে এটি সক্রিয় হয়। তাই এই ব্যয়বহুল এবং অনিরাপদ ষ্টেম সেল পুষ করার কোন প্রয়োজনীয়তা আছে বলে বিজ্ঞানিক ভাবে প্রমানিত নয়।   জীবন্ত ষ্টেমসেল বেচে থাকার জন্য সবচেয়ে নিরাপদ এবং উত্তম নিবাস হলো দেহ। বিজ্ঞানিক ভাবে প্রমানিত যে, প্রতিটি ষ্টেমসেল এবং কোষ বেচেঁ থাকার জন্য প্রয়োজন অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি। অক্সিজেন ছাড়া কোষ দেড় মিনিটের বেশী বাঁচেনা এবং কোষে...
Image
  ষ্টেম সেল  -  আধুনিক চিকিৎসা এবং সুস্থতা   স্টেম সেল হলো বিশেষ ধরনের কোষ, যেগুলো শরীরের যেকোনো ধরনের কোষে পরিণত হতে পারে। স্টেম সেল থেরাপির মাধ্যমে বিভিন্ন জটিল রোগ, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, এবং হার্টের সমস্যা নিরাময়ে সহায়ক হতে পারে। এই থেরাপির মাধ্যমে শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে পুনরুদ্ধার করা সম্ভব হয়। যে কোষ দেহের প্রয়োজন অনুসারে বিভিন্ন অঙ্গের নানা রকমের বিশেষায়িত কোষ সৃষ্টির পাশাপাশি নিয়ন্ত্রিত বিভাজনের মাধ্যমে দেহে নিজেদের সংখ্যাও বজায় রাখে তাদের স্টেম সেল বলে। স্টেম সেলের তিনটি প্রধান বৈশিষ্ট্য থাকে: ১. নিয়ন্ত্রিত গতিতে বিভাজিত হয়। ২. বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করতে পারে। ৩. নানা প্রকারের বিশেষায়িত কোষের জন্ম দিতে পারে।   : স্টেম সেলের প্রকারভেদ : ১ . Totipotent Stem Cell: এই স্টেম সেলটি একটি প্রাণীর পূর্ণাঙ্গ দেহের জন্ম দিতে পারে। এর উদাহরণ হলো মানুষের জাইগোট বা ভ্রূণকোষ। মানবদেহে বীর্য ও ডিম্বককোষের মিলনের পর জাইগোট সৃষ্টি হয়। সেই জাইগোটটি বিভাজিত হয়ে তিনটি ভ্রূণস্তর গঠন করে। সেই তিন ভ্রূণস্তর থেকে...